দেশআরামবাগে পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়By AmarNews.com.bd - October 28, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL রাজধানীর আরামবাগে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে। সকাল শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায়।