আরামকোর প্রায় হাজার কোটি ডলারের শেয়ার বিক্রির পরিকল্পনা সৌদির: রয়টার্স

0

রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর শত শত কোটি ডলারের শেয়ার বিক্রির পরিকল্পনা করছে সৌদি আরব। আগামী জুন মাসের মধ্যেই শেয়ারগুলো বিক্রি করার পরিকল্পনা করছে রিয়াদ। খবর রয়টার্স।

দুটি বিশেষ সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, শেয়ার বিক্রির এই কাণ্ড হতে পারে মধ্যপ্রাচ্য অঞ্চলের বাজারে শেয়ার ছাড়ার সবচেয়ে বড় ঘটনা।

নাম না প্রকাশ করা সূত্ররা জানিয়েছে, সব শেয়ার এক সাথে বাজারে ছাড়া হবে না। পরিকল্পনা অনুযায়ী শেয়ারগুলো ধীরে ধীরে বিক্রি করা হবে। তবে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো নীরবতা পালনের পথেই হাঁটছে।

চলতি মাসের আরও আগের দিকে আরামকো জানিয়েছিল যে তারা ৩ হাজার ১০০ কোটি ডলার লভ্যাংশ দেবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here