আরসিবি ওপেনারদের দাপটে উড়ে গেল মুম্বাই

0

বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসির ঝড়ো ব্যাটিংয়ে আট উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। এদিন আরসিবির প্রথম হোম ম্যাচে বিরাট কোহলির ব্যাটিং দেখতে একদম কানায় কানায় ভর্তি ছিল চিন্নাস্বামী। সমর্থকদের নিরাশ করেননি কোহলি। শেষ পর্যন্ত ক্রিজে থেকে জিতিয়ে আসেন দলকে। 

রবিবার (০২ এপ্রিল) টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। আকাশদিপ, মোহম্মদ সিরাজ, রিস টপলির দুরন্ত বোলিংয়ে শুরুতেই উইকেট হারায় ঈশান কিষান, রোহিত শর্মা, ক্যামেরন গ্রিন। রান পাননি চার নম্বরে নামা সূর্যকুমার যাদবও।  ম্যাচের হাল ধরেন তিলক ভার্মা। শেষ পর্যন্ত ক্রিজে থেকে ৪৬ বলে অপরাজিত ৮৪ রান করেন তিনি। তার যোগ্য সঙ্গ দেন নেহাল ওয়াধেরা, আরশাদ খান। ২০ ওভার শেষে ব্যাঙ্গালুরকে ১৭২ রানের লক্ষ্য দেয় মুম্বাই। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here