আরব সাগরে ১০০ কোটি ডলারের মাদক জব্দ করল পাকিস্তান নৌবাহিনী

0
আরব সাগরে ১০০ কোটি ডলারের মাদক জব্দ করল পাকিস্তান নৌবাহিনী

সৌদি নেতৃত্বাধীন কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেসের (সিএমএফ) অংশ হিসেবে পরিচালিত পাকিস্তান নৌবাহিনী আরব সাগরে দুটি নৌযান থেকে প্রায় ১০০ কোটি ডলার মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়,অভিযান তত্ত্বাবধানকারী নৌ নেটওয়ার্ক সিএমএফ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, গত সপ্তাহে পাকিস্তান নৌবাহিনী ৪৮ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক অভিযানে নৌযানগুলোকে আটক করে এবং ৯৭ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করে।

সিএমএফ বিবৃতিতে বলেছে, ১৮ অক্টোবর প্রথম নৌযানটিতে আরোহণ করে ক্রুরা ৮২ কোটি ২৪ লাখ ডলার আনুমানিক বাজার মূল্যের দুই টনেরও বেশি ‘ক্রিস্টাল মেথামফেটামিন (আইস)’ জব্দ করে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এর ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে ক্রুরা দ্বিতীয় নৌযানটিতে আরোহণ করে ১৪ কোটি ডলার মূল্যের ৩৫০ কেজি আইস এবং এক কোটি ডলার মূল্যের ৫০ কেজি কোকেন জব্দ করে।’

সিএমএফ নৌযানগুলোর উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে জানিয়েছে, সেগুলোর ‘কোনো জাতীয়তা নেই’ বলে চিহ্নিত করা হয়েছে।

এই অভিযানগুলো সরাসরি সৌদি নেতৃত্বাধীন *কম্বাইন্ড টাস্ক ফোর্স ১৫০-এর সমর্থনে পরিচালিত হয়েছিল। এই টাস্ক ফোর্স বলেছে, ‘এই বিশেষ অভিযানের সাফল্য বহুজাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে।’

অভিযান পরিচালনাকারী সিএমএফ টাস্ক ফোর্সের কমান্ডার, সৌদি নৌবাহিনীর কমোডর ফাহাদ আলজোয়াইদ বলেন, এটি ‘সি এমএফের জন্য সবচেয়ে সফল মাদক জব্দগুলোর মধ্যে একটি’।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সিএমএফ একটি ৪৭-জাতি নিয়ে গঠিত নৌ অংশীদারি, যার কাজ হলো চোরাচালান রোধ করার জন্য বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ শিপিং লেনসহ ৩২ লাখ বর্গমাইলেরও বেশি জলসীমা পরিদর্শন করা।

পাকিস্তান নৌবাহিনী একটি পৃথক বিবৃতিতে বলেছে, এই অর্জন ‘আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, বৈশ্বিক শান্তি এবং সমুদ্রে অবৈধ পাচারের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে তাদের অটল প্রতিশ্রুতি’ তুলে ধরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here