আরব সাগরে তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়, কোথায় আঘাত হানতে পারে?

0

আরব সাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এর নাম হবে ‘তেজ’। আগামী ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে এই ঘূর্ণিঝড় ভারতের মহারাষ্ট্রে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

ভারতীয় আবহাওয়া অফিস (আইএমডি) এই তথ্য জানিয়েছে।

যদিও আবহাওয়া বিজ্ঞানীরা এই ঘূর্ণিঝড় আছড়ে পড়া নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।

আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। আগামী ২১ অক্টোবর নাগাদ এই ঘূর্ণাঝড়টি শক্তিশালী আকার ধারণ করতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণাবর্ত পশ্চিম এবং উত্তর পশ্চিমদিকে অগ্রসর হবে। তারপর থেকেই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।

কী জানাচ্ছে ভারতের আবহাওয়া দফতর

এখনও পর্যন্ত যা পূর্বাভাস মিলেছে, তাতে মুম্বাই এবং পুণেতে এটি সর্বাধিক প্রভাব ফেলতে পারে। তাপমাত্রা নেমে যেতে পারে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ২২ থেকে ২৩ অক্টোবর উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য ওয়েদার চ্যানেল, সিএনবিসিটিভি১৮ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here