আরও ১১২ অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

0

যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত অবৈধ অভিবাসীদের নিয়ে তৃতীয় বিমান পৌঁছেছে ভারতে। স্থানীয় সময় রবিবার দিবাগত রাত ১০টার দিকে শতাধিক অবৈধ অভিবাসীকে নিয়ে পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে মার্কিন বিমান। 

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশ ফেরত পাঠাতে শুরু করেছেন। 

শনিবার দ্বিতীয় দফায় ১১৬ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বার আরও ১১২ জন অবৈধ অভিবাসীকে নিয়ে অমৃতসরে নামল মার্কিন বিমানবাহিনীল সি-১৭ গ্লোবমাস্টার বিমান।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই ১১২ জন অবৈধবাসীর মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন হরিয়ানার বাসিন্দা। পিটিআই জানিয়েছে, হরিয়ানার ৪৪ জন, গুজরাটের ৩৩ জন এবং পঞ্জাবের ৩১ জন রয়েছেন ওই তালিকায়।

এ ছাড়া উত্তরপ্রদেশের দু’জন, উত্তরাখণ্ডের একজন এবং হিমাচল প্রদেশের এক জন বাসিন্দা রয়েছেন। আগের দুই দফায় ফেরত পাঠানো অবৈধবাসীদের মধ্যে বেশিরভাগই ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। এ বারের তালিকাতেও পঞ্জাবের বাসিন্দা অবৈধবাসীদের উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে। তবে হরিয়ানা এবং গুজরাটের বাসিন্দাদের সংখ্যা আরও বেশি।
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here