আরও দুই ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দিল হামাস

0
আরও দুই ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দিল হামাস

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরও দুই ইসরাইলি বন্দির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

শনিবার (১৮ অক্টোবর) রাতে দুটি কফিনে রেডক্রসের কাছে হস্তান্তর করে গোষ্ঠীটি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। 

রবিবার (১৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, নেতানিয়াহুর দপ্তর জানায়, আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে দুই বন্দির মরদেহ ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। নিহতদের মরদেহ ফরেনসিক পরীক্ষার জন্য ইসরায়েলি ন্যাশনাল সেন্টার অব ফরেনসিক মেডিসিনে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে তা জানানো হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমাদের বন্দিদের ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে। শেষ ব্যক্তি না ফেরা পর্যন্ত এ প্রচেষ্টা থামবে না।”

শনিবার রাতে মরদেহ দুটি ফেরত দেওয়ার মাধ্যমে হামাস এখন পর্যন্ত গাজায় নিহত ২৮ বন্দির মধ্যে ১২ জনের মৃতদেহ ইসরায়েলের হাতে তুলে দিয়েছে।

চলমান যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে সব ইসরায়েলি বন্দি—জীবিত ও মৃত—ফেরত দিতে হবে। এর বিনিময়ে ইসরায়েল প্রতিশ্রুতি দিয়েছে ৩৬০ ফিলিস্তিনির মৃতদেহ এবং প্রায় ২,০০০ বন্দিকে মুক্তি দেওয়ার।

হামাসের অভিযোগ, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে এবং শান্তি মধ্যস্থতাকারীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।

সূত্র: আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here