আরও তিন রাজ্যের প্রাইমারিতে জয়ী ট্রাম্প

0

যুক্তরাষ্ট্রের আরও তিনটি রাজ্যে রিপাবলিকান দলের মনোনয়ন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এগুলো হল- আইডাহো, মিসৌরি ও মিশিগান ককাস। এসব রাজ্যে একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে পরাজিত করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এই বিজয় তাকে ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পথে কয়েক ধাপ এগিয়ে দিল।

আইডাহোতে ৩২, মিশিগানে ৩৯ এবং মিসৌরিতে ৫৪ জন প্রতিনিধি জিতেছেন ট্রাম্প। মিশিগান ককাসে জয়লাভকে প্রেসিডেন্ট প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। আর এই মিশিগানের ১৩টি জেলায় জয়লাভ করেছেন ট্রাম্প। এর ফলে প্রতিদ্বন্দ্বী হ্যালির ২৪ প্রতিনিধির তুলনায় তার প্রতিনিধির সংখ্যা দাঁড়াল ২৪৭। রিপাবলিকান মনোনয়ন পেতে একজন প্রার্থীকে এক হাজার ২১৫ প্রতিনিধি নিশ্চিত করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here