বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ভিনসেন্ট কোম্পানি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৯ সালের গ্রীষ্ম পর্যন্ত জার্মান ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
গত বছর বায়ার্নের দায়িত্ব নিয়েছিলেন কোম্পানি। প্রথম মৌসুমেই বুন্দেসলিগার শিরোপা পুনরুদ্ধার করেন এই বেলজিয়ান। লিগ শিরোপা তারা আগের মৌসুমে হারিয়েছিল বায়ার লেভারকুসেনের কাছে।
এখন পর্যন্ত বায়ার্নের কোচ হিসেবে ৬৭টি প্রতিযোগিতামূলক ম্যাচে ডাগআউটে ছিলেন ৩৯ বছর বয়সি কোম্পানি। এর মধ্যে বায়ার্ন জিতেছে ৪৯ ম্যাচ, ড্র হয়েছে ৯ টি এবং হেরেছে বাকি ৯ ম্যাচে।
বুন্দেসলিগায় বায়ার্নের কোচ হিসেবে দারুণ রেকর্ড কোম্পানির। ৪১ ম্যাচে ৩২ জয়, ৭ ড্রয়ের বিপরীতে দলটি হেরেছে মাত্র দুই ম্যাচে।
চুক্তি নবায়নের বিষয়ে বায়ার্নের ক্রীড়া বিষয়ক বোর্ড সদস্য ম্যাক্স এবার্ল বলেন, ‘এই চুক্তি নবায়নে আমরা আনন্দিত। যখন ভিনিকে (ভিনসেন্ট কোম্পানি) নিয়েছিলাম তখনই আমাদের ধারণা ছিল সে বায়ার্নকে এগিয়ে নিতে পারবে এবং সে এটা প্রমাণ করেছে। সে খেলোয়াড়, সমর্থক ও ক্লাবের সবাইকে এক করেছে।’
চলতি মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে বায়ার্ন। বুন্দেসলিগায় প্রথম ৭ ম্যাচে শতভাগ জয় বাভারিয়ানদের। গত সপ্তাহে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে জার্মান ফুটবলে এক মৌসুমে টানা ১২টি প্রতিযোগিতামূলক ম্যাচ জিতে ডর্টমুন্ডের রেকর্ডও স্পর্শ করেছে জার্মান জায়ান্টরা।
চুক্তি নবায়ন নিয়ে কোম্পানি বলেন, ‘আমি কৃতজ্ঞ, বায়ার্নকে ধন্যবাদ জানাই আমার প্রতি আস্থা রাখার জন্য ও প্রথম দিন থেকেই এমন সুন্দর পরিবেশ দেওয়ার জন্য। মনে হয় যেন অনেক দিন ধরে এখানে আছি। এখন পর্যন্ত দুর্দান্ত অভিজ্ঞতা। আমরা এক দারুণ যাত্রা শুরু করেছি, কঠোর পরিশ্রম করে আরও সাফল্য উপভোগ করতে চাই।’
চ্যাম্পিয়নস লিগে আগামীকাল রাতে ক্লাব ব্রুজের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

