আরও ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চেলসি তারকা

0
আরও ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চেলসি তারকা

চেলসির মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় কোল পালমার আগামী অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। কুঁচকির চোটের কারণে ২৩ বছর বয়সী এই ইংলিশ তারকা দীর্ঘদিন থেকে অনুশীলন এবং ম্যাচ থেকে বিরত রয়েছেন। এই তথ্য নিশ্চিত করেছেন চেলসির কোচ এনজো মারেস্কা শুক্রবার এক সংবাদ সম্মেলনে।

মারেস্কা বলেন,’আমি আশা করেছিলাম, পালমার নটিংহাম ফরেস্টের ম্যাচে ফিরে আসবেন, কিন্তু সেটা সম্ভব হলো না। দুর্ভাগ্যবশত, তাকে আরও ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আমরা চাই সে সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরুক। চিকিৎসকরা জাদুকর নন, তাই সঠিক সময় এখনও বলা যাচ্ছে না, ধাপে ধাপে বিষয়টি পর্যবেক্ষণ করতে হবে।’

গত ২০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মাত্র ২০ মিনিট খেলেই পালমারকে মাঠ ছাড়তে হয়। এরপর থেকে তিনি দলে নেই। তবে চোটের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন কোচ।

মারেস্কা আরও যোগ করেন,’এখন সে ভাল আছে এবং থেরাপির মাধ্যমে পুনরুদ্ধার করছে। দেখা যাচ্ছে সে শান্ত ও আত্মবিশ্বাসী।’

চেলসির দলে পালমারের চোট ছাড়া আরো কিছু ইনজুরির খবরও রয়েছে। নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে মইসেস কাইসেদো, এনজো ফার্নান্দেজ ও পেদ্রো নেটো অনিশ্চিত আছেন। তবে রক্ষণভাগে স্বস্তির খবর, তোসিন আদারাবিওয়ো ও ওয়েসলি ফোফানা দলে ফিরে এসেছেন। এছাড়া তরুণ মিডফিল্ডার আন্দ্রে সান্তোসও অনুশীলনে যোগ দিয়েছেন।

মারেস্কা বলেন,’মইসেস, এনজো ও পেদ্রো এখনও অনুশীলনে যোগ দেয়নি। যদি তারা আজ অনুশীলনে নামতে পারেন, তবে আগামীকালের ম্যাচে তাদের নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর রিস জেমস পুরোপুরি ফিট আছেন।’

চেলসি আগামীকাল শনিবার প্রিমিয়ার লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে নটিংহাম ফরেস্টের মুখোমুখি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here