আরও একটি মাইলফলকের সামনে কোহলি

0
আরও একটি মাইলফলকের সামনে কোহলি

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আরও একটি মাইলফলকের সামনে বিরাট কোহলি। প্রায় ১৫ বছরের বিরতির পর বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে ভারতের প্রধান ঘরোয়া প্রতিযোগিতায় খেলবেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। দীর্ঘ দেড় দশক পর আগামী বুধবার অন্ধ্রপ্রদেশের বিপক্ষে দিল্লির হয়ে খেলবেন কোহলি।

প্রত্যাবর্তনের এই ম্যাচে মাত্র ১ রান করলেই লিস্ট-এ ক্রিকেটে অভিজ্ঞ এই ব্যাটারের রান হবে ১৬ হাজার। শচিন টেন্ডুলকারের পর প্রথম কোনো ভারতীয় ব্যাটার হিসেবে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন কোহরি।

এখন পর্যন্ত কোহলি ৩৪২টি লিস্ট-এ ম্যাচে ১৫,৯৯৯ রান করেছেন। ৫৭.৩৪ গড়ে রান করা কোহলির সেঞ্চুরি সংখ্যা ৫৭ আর ফিফটি ৮৪টি। সবশেষ ২০১০ সালে বিজয় হাজোরে ট্রফিতে খেলেছিলেন কোহলি। দিল্লির হয়ে এই প্রতিযোগিতায় মোট ১৭টি ম্যাচের মধ্যে ১৬ ইনিংস ব্যাট করেছেন। ৬০.৬৬ এর অসাধারণ গড়ে এই প্রতিযোগিতায় তাঁর রান ৯১০। আছে সমান চারটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি।

বিজয় হাজারে ট্রফিতে এবার দিল্লির হয়ে কোহলি অন্তত দুইটি ম্যাচে খেলবেন বলে আশা করা হচ্ছে। এই দলে তিনি ঋষভ পন্থের অধিনায়কত্বে খেলবেন। ২০২৬ সালের নিউজিল্যান্ড সিরিজের আগে বিজয় হজারে ট্রফি কোহলির অনুশীলনের জন্য দারুণ এক মঞ্চ হয়ে দাড়াবে। এরই মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দেওয়া কোহলি ওয়ানডেতে আছেন দুর্দান্ত ছন্দে। 

ওয়ানডেতে সবশেষ চারটি ইনিংসে চারটি পঞ্চাশার্ধো ইনিংস খেলেছেন তিনি। এরমধ্যে আছে কদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম তিন ম্যাচের সিরিজের প্রথম দু’টিতে টানা সেঞ্চুরির পর তৃতীয়টিতে ৬৫ রানের অপরাজিত ইনিংস। দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন কোহলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here