আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড গড়া জয়

0

আইসিসি নারী বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আয়ারল্যান্ডকে রেকর্ড গড়ে দুই উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ২৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক নিগার সুলতানা ও রিতু মনির অর্ধশতকে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা।

রান তাড়া করতে নেমে ২ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। নিগার সুলতানা এবং শারমিন আক্তারের ব্যাটে শুরুর সেই ধাক্কা সামলে গেলেও ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে কঠিন বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা। কঠিন বিপদে এরপর একাই বাংলাদেশ দলকে টেনে তুলেছেন রিতু মনি।

৬ নম্বরে ব্যাটিং করতে নামা রিতু একাই বোলারদের নিয়ে লিখলেন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। নিজে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম ফিফটি। আর টেইলেন্ডারের বাকি ব্যাটারদের সহায়তা নিয়ে গড়লেন দেশের ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়ার রেকর্ড।

শেষ বলে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেছেন রিতু। উইকেটে তখন তার সঙ্গে ছিলেন ১০ নম্বরে ব্যাটিং করতে নামা নাহিদা আক্তার। নবম উইকেটে তারা ৫৪ রানের জুটি গড়ে ২ উইকেটের অবিশ্বাস্য জয় নিশ্চিত করেন।

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। এর আগে টাইগ্রেসদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ছিল পাকিস্তানের বিপক্ষে ২০১৯ সালে। এবার সেই রেকর্ড ভাঙলেন জ্যোতি-রিতুরা।

এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লরা ডিলানির ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট ২৩৫ রান করে আয়ারল্যান্ডের মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ডিলানি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রাবেয়া খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here