ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য সাধারণ পরিষদ সমর্থন দেওয়ার বিষয়কে স্বাগত জানিয়ে চীন বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র নির্দয়ভাবে এই প্রচেষ্টাকে বাধা দিচ্ছে।
শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ভোটে এ সংক্রান্ত প্রস্তাবনা গৃহীত হয়। পরিষদের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। আর বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ ৯টি দেশ। ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ।
ফিলিস্তিনের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে চীন বলেছে, জাতিসংঘে ইসরায়েলের মতো ফিলিস্তিনেরও একই মর্যাদা পাওয়া উচিত। গত ১৮ এপ্রিল নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদনে আমেরিকা ‘নির্দয়ভাবে’ ভেটো দিয়েছে।
জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং এ কথা বলেছেন।
তিনি বলেন, ফিলিস্তিনের উপর ঐতিহাসিক অবিচার সংশোধনের চেষ্টা করছে আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে আমেরিকা বারবার তার ভেটো ক্ষমতা ব্যবহার করেছে। এটি কোনও অন্যতম প্রধান দায়িত্বশীল দেশের ভূমিকা হতে পারে না। সূত্র: আল-জাজিরা