আমেরিকার দুই অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাত, নিহত ৩

0

আমেরিকার ইন্ডিয়ানা ও ওহাইও অঙ্গরাজ্যে শক্তিশালী ঝড় ও টর্নেডো আঘাত হেনেছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় দুই মার্কিন অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যায় তীব্র ঝড়। এ সময় ইন্ডিয়ানায় ৩৮ জন ও ওহাইওতে ২০ জনের বেশি মানুষ আহত হয়।

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছেন ডডস।

ওই সব এলাকায় উপড়ে গেছে অনেক গাছ, লণ্ডভণ্ড হয়ে গেছে বৈদ্যুতিক তারের খুঁটি। ফলে সেখানে কয়েক হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণ ক্যারোলিনার প্রায় ৩০ লাখ মানুষ টর্নেডোর ঝুঁকিতে রয়েছেন। এছাড়া আলবামা ও মিসিসিপির কিছু অঞ্চলে তীব্র ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সূত্র: এপি, সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here