যুক্তরাষ্ট্রে একটি বিমানের ল্যান্ডিং গিয়ারের (চাকার খোপ) ভেতরে দুটি মরদেহ পাওয়া গেছে। এয়ারলাইনস জেটব্লুর ওই বিমানটি ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে অবতরণের পর মরদেহ দুটি দেখা যায়।
এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে জেটব্লু কর্তৃপক্ষ।
এতে সংস্থাটি বলেছে, গত সোমবার স্থানীয় সময় রাতে তাদের একটি প্লেন ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে অবতরণ করে। নিয়মিত পরীক্ষার সময় কর্মীরা সেটির ল্যান্ডিং গিয়ারের ভেতরে দুটি মরদেহ দেখতে পান।
কীভাবে এবং কোন পরিস্থিতিতে ওই দুই ব্যক্তি প্লেনের চাকার খোপের ভেতরে ঢুকে পড়তে সক্ষম হয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে আরও বলা হয়, “এটি হৃদয় ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি। কীভাবে এমন একটি কাণ্ড হলো, তা খুঁজে পেতে কর্তৃপক্ষের সঙ্গে আমরা কাজ করছি এবং তাদের সব ধরনের সহায়তা করতে প্রতিশ্রুতি ব্যক্ত করছি।”
প্লেনটি সোমবার স্থানীয় সময় রাত ৮টায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসে এবং রাত ১১টার দিকে ফ্লোরিডায় অবতরণ করে।
স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ দুটির ময়নাতদন্ত করে দেখা হচ্ছে। সূত্র: বিবিসি