আমেরিকায় এবার ‘মস্তিষ্কখেকো’ বিরল অ্যামিবায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
জানা গেছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটেছে।
আমেরিকার রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) বলছে, সংক্রমণ প্রায় সব সময়ই মারাত্মক হয়ে থাকে।
গত ২৩ ফেব্রুয়ারি ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ জানায়, একজন রোগী বিরল অ্যামিবার সংক্রমণ নিয়ে এসেছেন। সম্ভবত কলের পানি দিয়ে সাইনাস ধুয়ে ফেলার অভ্যাস আছে তার। এ থেকেই তিনি সংক্রমিত হয়েছিলেন।
বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের মুখপাত্র জে উইলিয়ামস নিশ্চিত করে জানিয়েছেন, ওই রোগী মারা গেছেন। তিনি বলেন, এই সংক্রমণ কীভাবে ঘটেছে, তা তদন্তে সরকারি একাধিক সংস্থার কর্মকর্তা কাজ করে যাচ্ছেন।
এ ধরনের অ্যামিবা সাধারণত সুইমিংপুল, হ্রদ ও পুকুরের পানিতে বাস করে। এটি মানুষের নাক দিয়ে ঢুকে গুরুতর সংক্রমণ ঘটাতে পারে। তবে এটি সাধারণত মুখ দিয়ে ঢুকলে নিরাপদ। সূত্র: বিবিসি, সিএনএন