সিনেমার শুটিং ও স্টেজ শো’র জন্য বিশ্বের অনেক দেশেই ঘুরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। কিন্তু এবারই প্রথম তিনি উড়াল দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে কোনো সিনেমার শুটিংয়ের জন্য নয়, প্রবাসী বাঙালিদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকায় গেলেন এই নায়িকা।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হয়ে থাকে ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’। ২০০৭ সাল থেকে প্রতিবছরই সেখানের মেজর সড়কে এই আয়োজন হয়ে আসছে। এবার এ অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস। অনুষ্ঠান শেষ করে আগামী ৯ মে তার লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা রয়েছে।