‘আমেরিকান পাই’ তারকার বিবাহ বিচ্ছেদ

0

‘আমেরিকান পাই’ তারকা শন উইলিয়াম স্কট বিয়ের চার বছর পর ডিভোর্স দিলেন স্ত্রী অলিভিয়াকে। গত ১৩ ফেব্রুয়ারি ডিভোর্স দিয়েছেন এ হলিউড অভিনেতা।

আদালতে নথি অনুযায়ী বলা হয়েছে, অভিনেতা স্কট ডিভোর্সের কারণ হিসেবে অসংলগ্নতার কথা উল্লেখ করেছেন কাগজপত্রে। 

এছাড়া সাড়ে তিন বছর বয়সী মেয়ে ফ্রাঙ্কি রোজের জন্য আইনি হেফাজতও চাওয়া হয়েছিল আদালতে।

অলিভিয়ার সঙ্গে বিয়ের আগে ২০১২ সালে সাবেক ভিক্টোরিয়ার সিক্রেট মডেল লিন্ডসে ফ্রিমডটের সঙ্গে বাগদান করেছিলেন অভিনেতা স্কট।

উল্লেখ্য, ১৯৯৯ সালের দিকে ‘আমেরিকান পাই’ এবং এর সিক্যুয়েলগুলোয় স্টিভ স্টিফলারের চরিত্রে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন।

সূত্র : পিপল ম্যাগাজিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here