কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, রাজনীতি থেকে বঙ্গন্ধুকে মুছে দেওয়ার যে চেষ্টা সেটাকে প্রতিহত করতে হলে শেখ হাসিনাকে সহযোগীতা করতে হবে। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু, আমরা তাকে ছাড়তে পারি না। লতিফ সিদ্দিকীকে দেখে রাজনীতিতে এসেছিলাম। আমি রাজনীতিতে না আসলে দেশকে চিনতে পারতাম না, মা আর মাতৃভূমিকে হৃদয় দিয়ে উপলব্দি করতে পারতাম না। লতিফ ভাইয়ের রাজনীতি দেখে আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম। বঙ্গবন্ধুকে দেখে আমি দেশকে ভালোবাসতে শিখেছি।
তিনি আরো বলেন, সারা বাংলাদেশে কী হবে জানি না কিন্তু টাঙ্গাইলকে সম্মানিত করতে চাই। টাঙ্গাইলবাসীকে ঘুষখোর, দুর্নীতিবাজ ও গুণ্ডাদের হাত থেকে বাঁচাতে চাই। সাধারণ মানুষকে শান্তিতে রাখতে চাই।
এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, নাসরিন কাদের সিদ্দিকী, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, হাবিবুর রহমান তালুকদার খোকা, দেলোয়ার হোসেন প্রমুখ।
বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, ‘লতিফ সিদ্দিকী আমার পিতার সমান। আমার গায়ে হাত দিলে সে হাত থাকবে কিন্তু লতিফ সিদ্দিকীর গায়ে হাত দিলে সে হাত টিকবে না। রাজনৈতিক সমালোচনা যা খুশি তাই করা যাবে কিন্তু রাজনীতির বাইরে লতিফ সিদ্দিকীকে নিয়ে যা খুশি তাই বলা যাবে না।’