২১ বছর বার্সায় কাটিয়ে ২০২১ সালে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি? পিএসজির সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো চলছে না গুঞ্জন রয়েছে গণমাধ্যমে। এরপরই আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে শুরু হয় জল্পনাকল্পনা। তাকে আবারও বার্সায় ফেরানোর চেষ্টা চলছে।
স্প্যানিশ ক্লাবটির ঊর্ধ্বতন কর্মকর্তারা মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা শুরু করেছেন। বার্সা ফুটবলাররা তো আরও উদ্গ্রীব হয়ে রয়েছেন। এই যেমন রবার্ট লেভানডভস্কি জানালেন, মেসির সঙ্গে জুটি বেঁধে খেলতে চান তিনি।
ক্যারিয়ারে সবসময়ই মেসির প্রতিপক্ষ হিসেবে খেলেছেন লেভানডভস্কি। চলতি মৌসুম শুরুর আগে বার্সায় যোগ দেন তিনি। প্রথম মৌসুমে স্বাদ পেয়েছেন লিগ শিরোপার। সবকিছু ঠিক থাকলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি তার হাতেই উঠতে যাচ্ছে। ২২ গোল নিয়ে তালিকার শীর্ষে আছেন তিনি। বাকি আছে আরও তিন ম্যাচ।