পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে নেমে একের পর এক পারফরম্যান্সে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। স্পিন মায়ার মতোই রিশাদের প্রতি আকৃষ্ট হচ্ছেন অনেকে।
করাচি কিংসের বিপক্ষে মঙ্গলবার ৬৫ রানে জয়ের ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেট নেন বাংলাদেশের লেগ স্পিনার। নিজের প্রথম দুই ওভারে মাত্র ৪ রান দিয়ে উইকেট তিনটি নেন রিশাদ। পরের দুই ওভার মিলিয়ে দেন ২২ রান। চার ওভারে তার খরচ মোট ২৬ রান। ‘ডট’ বল খেলান ১৪টি।
আসরে দুই ম্যাচ খেলে তার উইকেট হলো ৬টি। আর তাতে এখন পর্যন্ত টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারিও রিশাদ। এমন পারফরম্যান্সে প্রশংসায় ভাসছেন এই লেগ স্পিনার। দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি থেকে লাহোরের অন্যতম মালিক ও প্রধান পরিচালন কর্মকর্তা সামিন রানাও তার প্রশংসা করেছেন।
ম্যাচ জয়ের পর ড্রেসিংরুমে ‘আমার বাংলাদেশি ভাইটি কোথায়’- লাহোরের মালিক সামিন রানান ইংরেজিতে এ কথা বলে খেলোয়াড়দের মাঝে খুঁজছিলেন রিশাদকে। ক্যামেরা তার দিকে ধরতেই রিশাদও স্মিত হেসে হাত নাড়লেন। করতালির ঝড় উঠল এবং সামিনও চিৎকার করে বললেন ‘রিশাদ!’।
এরপর ভাঙা ভাঙা বাংলায় তাকে সামিন বললেন, ‘রিশাদ, আমি তোমাকে ভালোবাসি।’ তিনি আরও বলেছেন, ‘তুমি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। আমি নিশ্চিত টুর্নামেন্ট শেষেও তুমি সর্বোচ্চ উইকেটশিকারি হবে।’