আমার প্রশংসা করার দরকার নেই। ভুল করলে আমাকে ভুল ধরিয়ে দিন। আমি এখন যে প্রতিশ্রুতি দিচ্ছি সেই অনুযায়ী কাজ না করলে আমাকে বলবেন। এটাই আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। আমি বা আমার দলের নেতা বা কর্মীদের কেউ যদি কোনো অন্যায় করে আপনারা আমাকে বললেন। কারও কোন রকম অন্যায় করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ফেনী-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
বুধবার ছাগলনাইয়ার বিভিন্ন ইউনিয়নে পথসভা করে তিনি এমন বক্তব্যই রাখেন।
পথসভাগুলোতে আলাউদ্দিন নাসিমের সফরসঙ্গী ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও ফেনী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন, মিজানুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র মুহাম্মদ মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুকসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।