অভিনেত্রী হিসেবে তিনি কতটা সফল, তা নতুন করে বলে দিতে হয় না। কিন্তু জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে বিতর্ক যেন তার সঙ্গী। ইদানিং তার কাজের চেয়েও বেশি আলোচনা হয় ব্যক্তিগত জীবন নিয়ে। তবুও তিনি দমে যাওয়ার পাত্রী নন। চুপচাপ নিজের কাজ করে যান টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
শ্রাবন্তীর জীবনে বিয়ে এসেছে একাধিকবার, সেই বিয়ে ভাঙতেও সময় নেয়নি। তবে আর বিয়ে বা প্রেম করতে চান বলে ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই অভিনেত্রী।
মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু সেই সম্পর্ক টিকেনি। বিয়ের ১৩ বছর পর রাজীবের সঙ্গে বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এরপর একে একে তৃতীয় বিয়ে করেন তিনি। টেকেনি একটি সংসারও।