‘আমি অতিরিক্ত কিছু করার চেষ্টা করি না’

0
‘আমি অতিরিক্ত কিছু করার চেষ্টা করি না’

গত আইপিএলে অভিষেকের পর থেকেই বিশ্ব ক্রিকেটে আলোচনায় বৈভব সূর্যবংশী। মাঠে প্রতিনিয়ত ঝড় তুলে নজর কেড়েছেন ১৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। রাইজিং স্টারস এশিয়া কাপের ম্যাচে শনিবার মাত্র ৩২ বলে সেঞ্চুরি করে আরও একবার তাক লাগিয়ে দিয়েছেন।

কাতারের দোহায় গতকাল ভারত ‘এ’ দলের হয়ে মাঠে নেমে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাণ্ডব চালান সুর্যবংশী। মাত্র ৩২ বলে সেঞ্চুরি করা এই তরুণ ব্যাটার ৪২ বল খেলেই তুলে নেন ১৪৪ রান। ৩৪২ স্ট্রাইক রেটে ব্যাট করে ইনিংসে মারেন ১১ চার ও ১৫ ছক্কা। ভারতের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির তালিকায় এটি যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

তরুণ এই ব্যাটার নিজের ব্যাটিং নিয়ে বলেন, ‘আমি অতিরিক্ত কিছু করার চেষ্টা করি না। ছোটবেলা থেকে যা প্র্যাকটিস করেছি, সেটাই মাঠে কাজে লাগাই। নিজের স্বাভাবিক খেলা খেলি। আজ যদি আর একটু খেলতে পারতাম, স্কোর ২০–৩০ রান বাড়তে পারত, নিজের রেকর্ডও হতে পারত।’

আইপিএল ২০২৫ এ রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক করেন সুর্যবংশী। মাত্র ৭ ইনিংসে একটি সেঞ্চুরিসহ তিনি করেন ২৫২ রান, স্ট্রাইক রেট ছিল ২০৬.৫৫। জুনে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে যুব টেস্টে ৭৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে যুব টেস্ট ইতিহাসে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন ভারত অনূর্ধ্ব–১৯ দলের এই ওপেনার। যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ও ভারতের সর্বকনিষ্ঠ সেঞ্চুরির রেকর্ড দুটিই দখলে রয়েছে সুর্যবংশীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here