আমিরের সঙ্গে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসতেই যে সিদ্ধান্ত নিলেন গৌরি

0

বলিউডের মিস্টার পারফেকসনিস্ট আমির খান নিজের জন্মদিনে নতুন প্রেমিকার পরিচয় প্রকাশ্যে এনেছেন। জানা যায়, অভিনেতার নতুন প্রেমিকা গৌরি স্প্রাট। তিনি একজন অ্যাংলো ইন্ডিয়ান। তার বাবা তামিল-ব্রিটিশ। মা পাঞ্জাবি-আইরিশ। যদিও নিজেকে ভারতীয় বলতেই পছন্দ করেন গৌরী। আমির খানের প্রযোজনা সংস্থার সঙ্গেই যুক্ত গৌরী। 

এদিকে, এ ঘটনা প্রকাশ্যে আসতেই রাতারাতি আলোচনায় চলে এসেছেন গৌরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার খোঁজ চলছে। আর প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসতেই নতুন সিদ্ধান্ত নিয়েছেন গৌরি। তিনি প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজের অ্যাকাউন্ট মুছে ফেলেছেন। একইসঙ্গে নিজের ব্যক্তিগত জীবনকেও আড়ালে রাখতে চাইছেন।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, গত এক বছরের বেশি সময় ধরে ডেট করছেন গৌরী ও আমির। গৌরি স্প্রাট ভারতের বেঙ্গালুরুর অধিবাসী। যুক্তরাজ্যের লন্ডনে ফ্যাশন অ্যান্ড স্টাইলিং বিষয়ে পড়াশোনা করেছেন গৌরি। বর্তমানে হেয়ার ড্রেসিংয়ের কাজও করেন, মুম্বাইয়ে নিজের একটি সেলুন রয়েছে। উল্লেখ্য, গৌরীর এর আগেও একটি বিয়ে হয়েছিল। সে ঘরে তার একটি ৬ বছরের পুত্র সন্তান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here