প্রেমের রহস্য যেনো কাটছে না আমির খানের। কন্যা ইরার বিয়ে ধরেই সেই রহস্য হয়েছে আরো জটিল। গত বছরের শেষের দিকে দীর্ঘ দিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সেরেছিলেন আমির কন্যা ইরা খান। নতুন বছরের শুরুতে নূপুরের সঙ্গে চার হাত এক করেন ইরা।
গত ৩ জানুয়ারি মুম্বাইয়ে আইনিভাবেই বিয়ের কাজ সেরে ফেলেছে ইরা দম্পতি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা। এ বার পালা উদয়পুরেরর। সেখানে সাবেকি রীতি মেনে বিয়ে হবে তাদের। খবর, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন শাহরুখ খান, সলমন খানের মতো তারকারা। তবে মুম্বাইয়ে আইনি বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি আমিরের চর্চিত প্রেমিকা ও বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখকে। উদয়পুরের অনুষ্ঠানেও কি অনুপস্থিত থাকবেন তিনি?
মুম্বাইয়ে আইনি বিয়ের আগেও একাধিক অনুষ্ঠানে এক ফ্রেমে দেখা গিয়েছিল আমিরের দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওকে। একই ধরনের ভিন্ন রঙের শাড়ি পরে হাজির হয়েছিলেন রিনা ও কিরণ। উদয়পুরে বিয়ের অনুষ্ঠানেও ঝলক দেখা গেল তাদের সখ্যের। ছেলেমেয়েদের নিয়ে উদযাপনে মেতে উঠলেন আমিরের দুই প্রাক্তন স্ত্রী। যোগ দিলেন আমির নিজেও। দেখা গেল তাঁর দুই ছেলে জুনেদ খান ও আজাদ রাওকে।