আমিরাতে লটারিতে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি ব্যবসায়ী

0

সংযুক্ত আরব আমিরাতের বিগ টিকিটের সাপ্তাহিক ই-ড্র সিরিজ লটারিতে এক মিলিয়ন দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ মান্নান। বাংলাদেশি অর্থে যা তিন কোটি টাকার বেশি। 

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, মান্নান এক যুগ আগে বিগ টিকিটের লটারি সম্পর্কে জানতে পারেন। ওই সময় তার বন্ধুরা এ নিয়ে আলোচনা করতেন। তখন তিনিও আগ্রহ থেকে লটারির টিকিট কেনা শুরু করেন।

প্রথমে মান্নান তার পাঁচ বন্ধুর সঙ্গে প্রতিমাসে টিকিট কিনতেন। কিন্তু পরবর্তী সময়ে মাঝে মাঝে কিনতেন। সম্প্রতি তিনি ইন-স্টোর থেকে দুটি টিকিট কেনেন এবং প্রমোশনাল অফার হিসেবে আরও তিনটি টিকিট পান। আর সেই তিনটির একটিই তাকে এনে দিয়েছে তিন কোটি টাকা।

লটারি জেতার প্রতিক্রিয়ায় মান্নান বলেন, যখন আমি বিগ টিকিটের কাছ থেকে ফোন পেলাম। আমি আনন্দে আত্মহারা হয়ে পড়ি। আমার গভীর উপলব্ধি হচ্ছিল, আজই আমি লটারি জিতব।

মান্নান জানিয়েছেন, তিনি বিগ টিকিটের লটারির টিকেট কেনা অব্যাহত রাখবেন। এছাড়া অন্যদেরও এই টিকিট কেনার জন্য উদ্বুব্ধ করেছেন এই বাংলাদেশি প্রবাসী।

মান্নান আমিরাতের রাজধানী আবুধাবিতে ব্যবসা করেন। গত ২০ বছর ধরে সেখানে একাই বসবাস করছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here