আমিরাতে বায়োমেট্রিক লেনদেনে নতুন যুগের সূচনা

0
আমিরাতে বায়োমেট্রিক লেনদেনে নতুন যুগের সূচনা

বায়োমেট্রিক লেনদেনে নতুন যুগের সূচনা করল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। নতুন এই পদ্ধতিতে আঙ্গুলের ছাপ কিংবা মোবাইল ফোনের প্রয়োজন পড়বে না। এর পরিবর্তে চেহারা ও হাতের তালু শনাক্তের মাধ্যমে লেনদেন সম্পাদিত হচ্ছে।

উপসাগরীয় অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক (CBUAE) সর্বপ্রথম এই বায়োমেট্রিক পদ্ধতি চালু করল।

বর্তমানে প্রুফ-অব-কনসেপ্ট পর্যায়ে থাকা এই উদ্যোগটি দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টে প্রদর্শন করা হচ্ছে, যেখানে গ্রাহকরা চেহারা ও হাতের তালুর বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারছেন।

পাইলট প্রকল্পটি পরীক্ষামূলক পর্যায়ের পর কবে নাগাদ সাধারণের জন্য সম্প্রসারণ করা হবে, সে বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

উদ্যোগটি নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের সহযোগিতায় আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের স্যান্ডবক্স প্রোগ্রাম এবং এমিরেটস ইনস্টিটিউট অব ফাইন্যান্সে অবস্থিত ইনোভেশন হাবের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। এতে প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে পপআইডি (PopID)।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পাইলট প্রকল্পটি বৃহৎ পরিসরে বাস্তবায়নের আগে নিরাপত্তা, কার্যকারিতা এবং পরিচালনগত প্রস্তুতি মূল্যায়নের জন্য নিয়ন্ত্রিত পরিবেশে যাচাই করা হচ্ছে।

আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং অপারেশনস অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস বিভাগের সহকারী গভর্নর সাইফ হুমাইদ আল ধাহেরি বলেছেন, বায়োমেট্রিক পেমেন্ট লেনদেনের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গ্রাহক অভিজ্ঞতাও উন্নত করবে।

নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা মুরাত চাগরি সুজার বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রচলিত পেমেন্ট পদ্ধতির বিকল্প খুঁজতে থাকায় বায়োমেট্রিক পেমেন্ট ডিজিটাল বাণিজ্যে ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সূত্র: খালিজ টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here