আমার শর্তে কাজ করতে রাজি হয়েছেন পরিচালক-প্রযোজকরা: শুভশ্রী

0
আমার শর্তে কাজ করতে রাজি হয়েছেন পরিচালক-প্রযোজকরা: শুভশ্রী

সম্প্রতি কর্মক্ষেত্রে ৮ ঘণ্টা কাজের দাবি তুলে আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এর জেরে কয়েকটি ছবি হাতছাড়া হওয়ার কথাও শোনা যাচ্ছে। যদিও তার এ দাবিকে ন্যায়সংগত বলছেন কোয়েল মল্লিক ও কঙ্কনা সেন শর্মা। তবে অনেকে এটিকে ‘বাড়াবাড়ি’ বলে আখ্যায়িত করেছেন। 

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। 

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই বিষয়টা নিয়ে অনেকেই নিজেদের মতামত দিচ্ছেন। এখানে অনেক বিষয় আছে, যা সবাইকে বুঝতে হবে। প্রথমত, মুম্বাইয়ের ইন্ডাস্ট্রির সঙ্গে টালিগঞ্জের স্টুডিওপাড়ার অনেক পার্থক্য আছে। একটা ছবি তৈরি করতে ওরা যা সুবিধা পান, এখানে আমরা কেউ তা পাই না। প্রযোজক, পরিচালক, নায়ক-নায়িকা কেউ পান না।

নিজের মা হওয়ার প্রসঙ্গ টেনে শুভশ্রী বলেন, যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাওয়া হয়, তা হলে বলব কোনো দিন কোনো সমস্যায় পড়িনি। দীপিকার অনেক আগে আমি মা হয়েছি। সবাই জানেন, আমরা কতটা সীমিত বাজেট এবং সময়ের মধ্যে কাজ করি। কিন্তু যখন থেকে আমি মা হয়েছি, তারপর আমার শর্ত অনুযায়ী কাজ করতে রাজি হয়েছেন পরিচালক, প্রযোজকরা। আমি কিন্তু দিনে একটা নির্দিষ্ট সময় পর্যন্তই কাজ করি। তা নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেননি। কেউ শিরোনামও লেখেননি। কোনো কাজ থেকে বাদ পড়েছি, এমনও নয়। সবাই সম্মান দিয়েছেন।

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে শুভশ্রী অভিনীত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটি। এতে ‘নটী বিনোদিনী’র চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here