আজ ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুন। বিশেষ এই দিনে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বুবলী ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের।
ছেলে বীর ও মা জেসমিন আক্তারকে নিয়ে ভারতের আগ্রার তাজমহলের সামনে ছবি তুলেছেন বুবলী। নিজের ফেসবুক পেইজে এক পোস্টে অভিনেত্রীকে একটি নীল রঙের শাড়িতে ও ছেলে বীরকে নীল রঙের পাঞ্জাবীতে দেখা গেছে।
উল্লেখ্য, বুবলী বর্তমানে কলকাতার ছবি ‘ফ্ল্যাশব্যাক’-এ অভিনয় করছেন। এই ছবিতে তিন মুখ্য চরিত্রে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস ও বুবলী।