আমানসহ বিএনপির ২১৩ জনের বিচার শুরু

0

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার পৃথক দুই নাশকতার মামলায় আমানউল্লাহ আমানসহ বিএনপির ২১৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। পাশাপাশি দুই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য  আগামী ২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

বুধবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত এ আদেশ দেন। 

অন্যদিকে, ২০১৩ সালের ২৭ নভেম্বর ১৮ দলের ডাকা সড়ক, রেল, নৌপথ অবরোধের অংশ হিসেবে নেতাকর্মীরা কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় যানবাহনের গতিরোধ করে। গাড়িতে ভাঙচুর করে। একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পুলিশ সেখানে উপস্থিত হয়ে বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পরদিন ২৮ নভেম্বর কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক কেরামত আলী বাদী হয়ে এ মামলা করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here