প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সেফ এক্সিটের প্রশ্ন উঠছে কেন। আমাদের সরকারের কেউ এমন কোনো কাজ করেনি যে হাসিনার মতো হবে। আমি এই দেশের গর্বিত সন্তান, আমি এই দেশেই থাকব।
শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, সারাদেশে ৬০টির মতো মাজারে হামলার ঘটনা ঘটেছে ও বাউল ভক্তদের ওপর হামলা হয়েছে। এটি খুবই ন্যক্কারজনক ও নিন্দনীয় ঘটনা। এ ঘটনায় পুলিশ মামলাও করেছে, আবার অনেকেই গ্রেফতার আছে। আমরা আশা করি, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ। সবাই সেটি বজায় রাখবেন। আমাদের মধ্যে মতবিরোধ থাকবেই এবং আমরা যদি পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে পারি তাহলে আগামীতে এই ধরনের ঘটনা আর ঘটবে না।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, হাসিনার সময় মানুষ এদেশে একটি ভালো নির্বাচন দেখেনি। সকালে এসে দেখে ব্যালট চুরি হয়ে গেছে বা তার সামনে দিয়ে ব্যালট বাক্স নিয়ে চলে গেছে। পুলিশ বলেছে তোমার আসার দরকার নেই। মানুষ এখন নির্বাচনমুখী হয়ে পড়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। যিনি পীরভক্ত, যিনি পীরভক্ত নন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান সব ধর্মের লোক, এমনকি যিনি কোনো ধর্মই বিশ্বাস করেন না, তিনিও ভোট দিতে যাবেন। সবাই মিলে আমরা ভোট দেব।
এ সময় মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া গ্রামে ইমামবাড়ির খাদেম আরিফুর রহমান বাবুসহ ইমাম বাড়ির ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলা বাটুলিয়া বুচাই পাগলার মাজার পরিদর্শন করেন।

