‘আমাদের কি একাদশে আর খেলোয়াড় নেই?’, মুস্তাফিজ প্রসঙ্গে লিটন

0

অনুশীলনের সময় রবিবার মাথায় গুরুতর আঘাত পান মুস্তাফিজুর রহমান। এখন হাসপাতালে আছেন তিনি। এই দুর্ঘটনার পরদিন সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে স্বাভাবিকভাবেই একাদশে ছিলেন না এই বাঁহাতি পেসার। ম্যাচটিতে ১২ রানে হেরে যায় কুমিল্লা।  

এদিন মুস্তাফিজের জায়গায় কুমিল্লা খেলায় মুশফিক হাসানকে। ৪ ওভারে ৩২ রান দিয়ে এক উইকেট নেন তিনি। ম্যাচ হারের পর মুস্তাফিজ না থাকা কারণ কী না জানতে চাওয়া হয় লিটনের কাছে। উত্তরে কুমিল্লা অধিনায়ক বলেন, ‘হারের কারণ কেন হবে। আমাদের কী একাদশে আর কোনো খেলোয়াড় নেই?’

‘জঘন্য বলতে পারি না আমি। খারাপ বল করেছি। দু’জন নতুন ব্যাটসম্যান ছিল। আমাদের ওইখানে এভাবে রান দেওয়াটা উচিত হয়নি। যেহেতু আমাদের স্পিনাররা ভালো বোলিং করেনি, ওই জায়গায় একটু পিছিয়ে গিয়েছি। আমি আগেও বললাম, এটা ১৮০ রানের উইকেট নয়। ১৬০-১৬৫ রান হলে সহজ হতো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here