সিলেট-২ আসনের এমপি ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেছেন, ‘আমরা হোন্ডা আর গুন্ডার রাজনীতি চাই না। আমরা জনকল্যাণের জন্য রাজনীতি করতে চাই। কারণ হোন্ডা-গুন্ডার রাজনীতি জাতি ও সমাজকে ধ্বংস করে দেয়। তবে, একটি বিষয় মাথায় রাখতে হবে, সঠিক জনসেবা ও সঠিক উন্নয়নকাজ পেতে হলে আমাদের সৎ ও যোগ্য প্রার্থীদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে হবে। তা না হলে সঠিক উন্নয়ন আশা করা যাবে না। কারণ তারা ৫০০ হোন্ডায় করে এক হাজার গুন্ডা নিয়ে জনসভাগুলোতে যাবেন আর দুর্নীতি করবেন।’
রবিবার বিকালে সিলেটের বিশ্বনাথের উত্তর ধর্মদা গ্রামের শেখ হাবিব উল্লাহ দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।