আমরা বৈষম্যবিহীন বাংলাদেশ দেখতে চাই : শামা ওবায়েদ

0

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আমরা বৈষম্যবিহীন বাংলাদেশ দেখতে চাই। যেখানে কেউ হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করবে, কেউ তিন বেলা খেতেও পারবে না, এমন বাংলাদেশ আমরা দেখতে চাই না।’

সোমবার বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ছাত্রদল আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা, পৌরসভা  ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শামা ওবায়েদ বলেন, ‘বিএনপির হাজার হাজার নেতাকর্মী এখনো পঙ্গু হয়ে আছে। অনেকে খুন হয়েছে, গুম হয়েছে। যারা এই দেশের মাটিতে খুন-গুমের নির্দেশ দিয়েছে, যারা মানুষের বুকে গুলি করেছে, তাদের প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে। এক নম্বর থেকে শুরু করে যারা বাংলার মাটিকে রক্তাক্ত করেছে, শোষণ করেছে, ব্যাংকের টাকা লুট করেছে; তাদের বিচারও হবে।

নগরকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম লিখনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান, উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলু, মাহাবুব আলী মিয়া, আশরাফ আলী মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here