চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২০০ রানও করতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কা চাইলে বাংলাদেশকে ফলো-অন করাতে পারতো। তবে তা না করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফকারীরা। ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে গিয়ে ৬ উইকেট হারিয়ে ১০২ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা।
তবে ইতিমধ্যেই তাদের ৪৫৫ রানের লিড দাঁড়িয়েছে। আগামীকাল মঙ্গলবারও ব্যাটিংয়ে নামবে লঙ্কানরা। এতে লিড আরও বেশি হবে। ফলে রান পাহাড়ে চাপা পড়বে বাংলাদেশ।
সাংবাদিকদের এই ব্যাটার বলেন, ‘আসলে কারণটা আর কী বলব আমরা টোটালি ফেল করেছি। আমরা কেউ সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারি নাই। আমার কাছে মনে হয় যে, আমাদের যে ভূমিকাটা ছিল, ওটাও আমরা পালন করতে পারি নাই। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা যেরকম খেলার কথা ছিল হয়তো আমরা ওরকম খেলতে পারিনি।’