ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। মিডল অর্ডারের ব্যাটাররা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। কিন্তু সাকিব আল হাসান-লিটন দাসরা থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। এতে মঙ্গলবার চতুর্থ দিন শেষে হারের পথে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের ‘অসম্ভব’ লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ২৬৮ রানে চতুর্থ দিন শেষ করেছে স্বাগতিকরা। বাংলাদেশের জয়ের জন্য আরও প্রয়োজন ২৪৩ রান। হাতে আছে ৩ উইকেট।
চট্টগ্রামে চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই সিরিজ ধরেন আমরা ব্যাটিং ওয়াইজ পুরো কলাপ্স করছি। এটার কোনো অজুহাত নেই যে আমরা কোনো ইয়ে (অজুহাত) দিতে পারবো না। আসলে আমরা ব্যাটিংয়ে খুব বাজে ব্যাটিং করছি অ্যাজ এ টিম ওয়াইজ।’