আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি: আসিফ নজরুল

0
আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি: আসিফ নজরুল

টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থান চূড়ান্ত, সিদ্ধান্ত বদলের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসির সিদ্ধান্তকে সুবিচারহীন আখ্যা দিয়ে তিনি বলেছেন, নিরাপত্তা শঙ্কা উপেক্ষা করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার প্রশ্নে বাংলাদেশ আর কোনো অবস্থান পরিবর্তন করবে না।

টানা কয়েক সপ্তাহের নাটকীয় পরিস্থিতির পর বাংলাদেশের সামনে কার্যত দুটি পথ খোলা ছিল—ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলা অথবা বিশ্বকাপ থেকেই সরে দাঁড়ানো। শেষ পর্যন্ত নিজেদের আগের অবস্থানেই অনড় থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অর্থাৎ, শ্রীলঙ্কায় হলে বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ, ভারতে নয়।

বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, বিসিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি জানান, ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই। তাঁর ভাষায়, আইসিসি বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের যৌক্তিক অনুরোধ গ্রহণ না করে সুবিচার করেনি। তবুও বাংলাদেশ আশা করছে, ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা শেষ পর্যন্ত ন্যায্য সিদ্ধান্ত নেবে।

এর আগে আইসিসি বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নিয়ে একটি ভার্চুয়াল সভা আয়োজন করে। সেই সভা শেষে জানানো হয়, বাংলাদেশ যদি ভারতে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের পরিবর্তে বিকল্প দল নেওয়া হবে। সিদ্ধান্ত জানাতে বিসিবিকে এক দিনের আলটিমেটামও দেয় আইসিসি।

সভায় বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাব ভোটাভুটির মাধ্যমে নাকচ করা হয়। পাকিস্তান ছাড়া বাকি বোর্ডগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপের মূল পর্বে রাখার পক্ষে ভোট দেন। ওই সভায় আইসিসির ১৫ জন পরিচালক উপস্থিত ছিলেন।

আইসিসির আলটিমেটামের মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবি নিজেদের চূড়ান্ত অবস্থান জানিয়ে দিয়েছে। বিসিবি ও ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করেন, নিরাপত্তা শঙ্কা উপেক্ষা করে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। তবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হলে বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত থাকবে টাইগাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here