আমতলীতে মাইক্রোবাসের চাপায় নারী নিহত

0

 বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী ব্রিজ নামক এলাকায় মাইক্রোবাসের চাপায় আলেয়া (৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চুনাখালী গ্রামের মৃত্যু নবাব মিয়ার স্ত্রী আলেয়া বেগম সড়কের পূর্ব পাশে কুকুয়া ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন পুকুর থেকে হাত-পা ধুয়ে মহাসড়কের পশ্চিম পাশে বাড়িতে ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস আলেয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।

নিহত আলেয়া বেগমের ছোট ভাই আব্দুল কালাম মোল্লা বলেন, গাড়ি বা গাড়ির চালক কাউকেই শনাক্ত করতে পারিনি। তবে শুনেছি একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাকোওয়াত হোসেন তপু দুর্ঘটনার এক নারী নিহত হওয়ার কথা জানিয়ে বলেন,পরবর্তী আইনি পদক্ষেপ নিতে নিহতের মরদেহ থানায় নেওয়া হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here