দেশআমতলীতে বজ্রপাতে সাবেক ইউপি সদস্য নিহতBy AmarNews.com.bd - September 24, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL বরগুনার আমতলীতে নিজ জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে মোস্তফা বিশ্বাস বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। মোস্তফা বিশ্বাস আমতলীর চাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।