আভদিভকা শহর ঘিরে ফেলছে রুশ বাহিনী

0

যুক্তরাষ্ট্র সতর্ক করেছে ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আভদিভকা রুশ বাহিনী নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে । দুই বছর ধরে চলা এই যুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে যেসব জায়গায় দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়েছে, সেগুলোর একটি এই শহর।

ইউক্রেনের গোলাবারুদের ঘাটতির কথা তুলে ধরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, আভদিভকা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

খবর অনুসারে, আভদিভকা শহরকে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্কে প্রবেশের দ্বার হিসেবে বিবেচনা করা হয়। রুশ হামলায় শহরটি প্রায় পুরোপুরি ধ্বংস হয়েছে।

 রুশপন্থী যোদ্ধারা দোনেৎস্ক অঞ্চলের রাজধানী শহর দোনেৎস্কের ২০১৪ সালে নিয়ন্ত্রণে নেন। পরে মস্কো গণভোটের মাধ্যমে এই অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করেছে। 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেছেন, ‘আভদিভকা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here