আবারও ইউক্রেনে আধিপত্য দেখাতে শুরু করেছে রাশিয়া। এবার ইউক্রেনের আভদিভকা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে মস্কো।
ইউক্রেন শহরটি থেকে সেনাদের সরিয়ে নেয়ার পর আজ রবিবার রাশিয়া এ ঘোষণা দিয়েছে। মস্কো জানিয়েছে, ইউক্রেনের কিছু সেনা এখনো সেখানকার সোভিয়েত আমলের একটি বড় জ্বালানি কারখানায় আত্মগোপনে আছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সর্বাত্মক হামলার দুই বছর পূর্তির প্রস্তুতি নিচ্ছেন। তার মাঝেই এই সাফল্যের খবর এলো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে এক হাজার কিলোমিটার এলাকাজুড়ে যুদ্ধ চলছে। তার মধ্যে ৮ দশমিক ৬ কিলোমিটার এলাকায় তাদের সেনারা এগিয়ে গেছেন।
কয়েক মাস ধরে তীব্র লড়াই করার পর আভদিভকা থেকে সেনা সরিয়ে নেয় ইউক্রেন। কিয়েভ বলেছে, সেনাদের আত্মসমর্পণ এড়াতে তারা এই পদক্ষেপ নিয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আভদিভকার পতনে বেশ খুশি। একে গুরুত্বপূর্ণ বিজয় দাবি করে রুশ সেনাদের অভিনন্দন জানিয়েছেন তিনি।
সূত্র: আল জাজিরা