আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ

0
আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ

আসন্ন আবুধাবি টি-টেন লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছেন জাতীয় দলের ওপেনার সাইফ হাসান। 

অ্যাস্পিন স্ট্যালিয়ন্স দলের হয়ে খেলার জন্য আগামী ২৩ নভেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে সাইফকে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে দেশে ফিরতে হবে তাকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী ১৮ নভেম্বর থেকে মাঠে গড়াবে আবুধাবি টি-১০ লিগ। ৩০ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। 

আসন্ন টুর্নামেন্টে সাইফের সাথে দল পেয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা। ভিস্তা রাইডার্স দলে সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ চলমান থাকায় টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য অনাপত্তিপত্র পাওয়ার সম্ভাবনা কম এই পেসারের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here