আবুধাবিতে রোনালদো জ্বর, টিকেট নিয়ে কাড়াকাড়ি

0
আবুধাবিতে রোনালদো জ্বর, টিকেট নিয়ে কাড়াকাড়ি

ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নাসরের হয়ে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আবুধাবিতে পৌঁছেছেন। এ খবরেই গোটা শহর ফুটবল জ্বরে কাঁপছে বলে জানিয়েছে গালফ নিউজ। তবে এ সফর শুধু বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলার জন্য নয় বরং আল নাসরের মাঝ-মৌসুমের প্রস্তুতির বিশেষ প্রশিক্ষণ শিবিরেরও অংশ।

সৌদি প্রো লিগের ঘরোয়া খেলাগুলোতে এই মুহূর্তে বিরতি চলছে। কারণ, ফিফা আরব কাপ ফুটবল প্রতিযোগিতা চলছে। এই বিরতির সুযোগকে কাজে লাগিয়ে আল নাসর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এই প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করেছে। রিয়াদ থেকে আবু ধাবি কাছাকাছি হওয়ার পাশাপাশি এখানকার সুযোগ-সুবিধাও প্রথম শ্রেণির। এটিকে দলের অনুশীলনের জন্য আদর্শ মনে করছে নাসর।

এই ক্যাম্পের শেষেই আগামী বুধবার (১০ ডিসেম্বর) আল নাহিয়ান স্টেডিয়ামে স্থানীয় ক্লাব আল ওয়াহদার বিরুদ্ধে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আল নাসর। তাই ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা রোনালদোকে সরাসরি দেখার সুযোগ হাতছাড়া করতে রাজি নয় ভক্তরা। টিকিটের চাহিদা  সেকারণে তুঙ্গে।

অন্যদিকে, আল ওয়াহদার কাছেও এটা নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ সুযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here