আরব আমিরাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বন্দি বিনিময় হয়েছে।
আবুধাবিতে উভয় দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে একজন মার্কিন নাগরিক এবং একজন রুশ নাগরিকের বিনিময় সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকালে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক এক্স বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বন্দি বিনিময় সম্পর্কে এক্সে লিখেছেন, “আমেরিকান কেসেনিয়া কারেলিনা বিমানে করে যুক্তরাষ্ট্রে ফিরে আসছেন। রাশিয়া তাকে এক বছরেরও বেশি সময় ধরে অন্যায়ভাবে আটকে রেখেছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার মুক্তি নিশ্চিত করেছেন।”
সংবেদনশীল মাইক্রো-ইলেকট্রনিকেস রফতানির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে ২০২৩ সালে সাইপ্রাসে গ্রেফতার হওয়া দ্বৈত জার্মান-রুশ নাগরিক আর্থার পেট্রোভের বিনিময়ে কারেলিনাকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে আবুধাবিতে বন্দি বিনিময় নিয়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র্যাটক্লিফ এবং একজন ঊর্ধ্বতন রাশিয়ান গোয়েন্দা কর্মকর্তার মধ্যে আলোচনা হয়। সূত্র: সিএনএন