আবাসন সংকট তীব্র হয়ে উঠেছে। আগমন ঘটেছে রেকর্ড সংখ্যক অভিবাসীর। আর সেই টাল সামলাতে গিয়েই হিমশিম খাচ্ছে কানাডা। তাই পরিস্থিতি বিবেচনায় বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করছে দেশটি।
যেসব শিক্ষার্থী বর্তমানে স্নাতক শেষ করে কানাডায় অবস্থান করছেন। তাদেরকেও আর কাজের ওয়ার্ক পারমিট (অনুমোদনপত্র) দেওয়া হচ্ছে না।
তবে এই বিধিনিষেধ স্থায়ী নয়। অভিবাসনমন্ত্রী মার্ক মিলার জানিয়েছেন, আগামী ২ বছর পর্যন্ত এই ব্যবস্থা জারি থাকবে।
কানাডার অর্থনীতির জন্যও বিদেশি শিক্ষার্থীরা বেশ লাভজনক। এ সংক্রান্ত নানা খাত থেকে গড়ে ১ হাজার ৬৪০ কোটি ডলার যোগ হয় দেশটির অর্থনীতিতে।