আবার বিটকয়েনের দাম বাড়তে শুরু করেছে। মঙ্গলবারও (২৪ অক্টোবর) শীর্ষ ক্রিপ্টোকারেন্সির দর বেড়ে গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর ইকোনমিক টাইমস’র।
খবরে বলা হয়, আলোচ্য কার্যদিবসে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ক্রিপ্টোটির দাম স্থির হয়েছে ৩৪ হাজার ৮৭২ ডলারে। গত দেড় বছরের মধ্যে যা সবচেয়ে বেশি।
শিগগিরই একটি এক্সচেঞ্জ-ট্রেডেড বিটকয়েন ফান্ড (ইটিএফ) আসছে বলে গুঞ্জন বেড়েছে। এটি অনুমোদন দিতে পারে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এমনটি হলে ফান্ডটির অধীনে চলে যাবে বিটকয়েনের মালিকানা। এতে অনলাইন মুদ্রাটির নিরাপত্তা বাড়বে।
বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান স্যাক্সোর প্রধান বিনিয়োগ কর্মকর্তা স্টিন জ্যাকবসেন বলেন, লোকজন যখন অধিক হারে কোনও সম্পদ ব্যবহার শুরু করেন, তখন সেই সম্পদের মূল্য বেড়ে যায়। সুতরাং ইটিএফ বড় বিনিয়োগকারী তৈরি করবে। সেই সঙ্গে বিটকয়েনের তারল্য বাড়াবে।