আবার ফিরছে ব্যাচেলর পয়েন্ট

0

আড়াই বছর বিরতির পর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন আনার ঘোষণা দিয়েছেন সিরিজটির পরিচালক কাজল আরেফিন অমি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার করে অমি লেখেন, ‘দীর্ঘ দুই বছর ছয় মাস পরে আবারও ফিরছে ব্যাচেলর পয়েন্ট।’

২০১৮ সালে প্রথম সম্প্রচারিত হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটি খুব দ্রুত দর্শকদের মন জয় করে নিয়েছিল। ব্যাচেলর জীবনের মজার গল্প তুলে ধরে সিরিজটি জনপ্রিয় হয়ে ওঠে।

সর্বশেষ চতুর্থ সিজন প্রচারিত হয়েছিল ২৪ ডিসেম্বর, ২০২২ সালে। তারপর থেকে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পঞ্চম সিজনের জন্য।

এই সময়ে নাটকটি নিয়ে অনেক গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এবার পরিচালক কাজল আরেফিন অমি নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে, শিগগিরই নতুন মৌসুমের বিষয়ে পূর্ণাঙ্গ ঘোষণা আসবে।

নাটকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবনাম ফারিয়া, সঞ্জনা সরকার, ফারিয়া শহরীন, শরাফ আহমেদ জীবন, সুমন পাটোয়ারী, পারসা ইভানা, আশুতোষ সুজন, মুনিরা মিঠু, আবদুল্লাহ রানা, পাভেল আর শিমুলসহ অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here