দুই বছর পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। এবার অবশ্য তিনি কোচ কিংবা নির্বাচক হিসেবে ফিরছেন না। দায়িত্ব পেতে যাচ্ছেন ক্রিকেট কমিটির। এছাড়া পিসিবি প্রেসিডেন্টের ক্রিকেট উপদেষ্টা হিসেবেও কাজ করবেন তিনি।
জানা গেছে, নতুন দায়িত্ব পাওয়া পিসিবি প্রধান জাকা আশরাফ শিগগিরই ‘ক্রিকেট কমিটি’ গঠন করবেন। আর সেই কমিটির চেয়ারম্যান করবেন মিসবাহকে। এছাড়া তার ক্রিকেট বিষয়ক উপদেষ্টাও হবেন তিনি।
তিনি ২০১৯ সালে পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন। ২০২১ সালে রমিজ রাজা দায়িত্ব নেওয়ার পর পিসিবি থেকে সরে দাঁড়ান মিসবাহ। এরপর থেকে তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষজ্ঞ ও বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। অবশেষে তিনি আবার ফিরতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডে।