আবারো দুর্গাপুরের সীমান্ত এলাকায় হাতির তাণ্ডব

0

দীর্ঘ চার থেকে পাঁচ মাস পর আবারো হাতির তাণ্ডব শুরু হয়েছে দুর্গাপুরের বিজয়পুর, আড়াপাড়াসহ বেশ কয়েকটি গ্রামে। যে কারণে সীমান্তের ওই সমস্ত গ্রামের মানুষ এখন আতঙ্কে। সাধারণ মানুষের ধারণা খাবার না থাকায় বন্য হাতির দলেরা বিভিন্ন গ্রামে ঢুকে খাবারের সন্ধানে। কিন্তু খাবার না পেয়ে বা তাড়াতে গেলে বাড়িঘরে ভাঙচুর চালায় হাতির দল। ফলে গাছপালাসহ ফসলাদি ও ঘরবাড়ির ক্ষতি সাধিত হয়। 

গত সোমবার (১৯ জুন) গভীর রাতে পাহাড়ি সীমান্ত উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর গ্রামে বন্য হাতির দল এই তাণ্ডব চালায়। তবে তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

তারা আরও জানান, কয়েক বছর ধরে ভারতীয় বন্য হাতির পাল সীমান্তের কাঁটাতারের বেড়ার ফাঁকা পেরিয়ে বাংলাদেশে আসতে শুরু করে। তবে গত ৬-৭ মাস ধরে হাতির দল বেশি আসতে শুরু করেছে। গত কয়েকমাস পূর্বে হাতি তাড়াতে গিয়ে আক্রমণে একজন কৃষক নিহত হয়েছেন। 

এ ব্যাপারে বন বিভাগের দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, আমাদের লোকজন ওই এলাকায় আছেন। গ্রামের মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here